Dianahost

blog posts

সি প্যানেল দিয়ে মেইল এড্রেস তৈরীর পদ্ধতি | How to create webmail from cPanel

সি প্যানেল দিয়ে মেইল এড্রেস তৈরীর পদ্ধতি:

যেকোন হোস্টিং প্যাকেজ কিনলে এর সাথে সাধারনত হোস্টিং প্রোভাইডার নির্দিষ্ট সংখ্যক মেইল এড্রেস তৈরীর সুবিধা দেয়। এতে আপনি নিজের সাইটের সাথে মিল রেখে মেইল এড্রেস বানাতে পারবেন। যেমন [email protected] (dianahost.com এর জায়গায় আপনার সাইটের ডোমেইন নাম হবে)

☑ Step 1:
প্রথমে সিপ্যানেলে লগিন করে মেইল সেকশনের Mail সেকশনে থেকে “Email Accounts” এ যান

☑ Step 2:
“Email Accounts” আইকনে ক্লিক করলে ফর্ম আসবে, ফর্মটি পূরন করতে হবে।

☑ Step 3:
এখানে Email বক্সে যেকোন নাম যেমন info, Password বক্সে যেকোন পাসওয়ার্ড দিন এবং তার পরের বক্সে পাসওয়ার্ডটি আবার টাইপ করুন। ডানদিকে একটা Password Generator বাটন আছে এটা দিয়ে শক্তিশালী পাসওয়ার্ড বানানো যায় এখানে ক্লিক করলেই পাসওয়ার্ড তৈরী হয়। এরপর Mailbox Quota বক্সে ঠিক করে দিতে পারেন যে এর স্পেস কতটুকু হবে। যেমন 250MB দিলেন অর্থ্যাৎ এর উপরে গেলে আর মেইল একাউন্টে জমা হতে পারবেনা।

☑ Step 4:
“Create Account” বাটনে ক্লিক করলেই আপনার মেইল একাউন্ট তৈরী হয়ে গেল।

☑ Step 5:
একাউন্ট তৈরী হয়ে গেলে একাউন্টটি দেখতে পারবেন এবং “Access Webmail” লিংকে ক্লিক করলে আপনার ইমেইলটি ম্যানেজের জন্য কয়েকটি সফটওয়্যার দেখতে পারবেন।

☑ Step 6:
যেকোন একটিতে ক্লিক করেলই অনেকটা ইয়াহু গুগল এর মত একটা উইন্ডো আসবে, এখান থেকে ইনবক্স এ ক্লিক করে নিজের মেইল চেক করতে পারেন। আরও অনেক অপশন আছে এখানে যেমন মেইল পাঠাতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন ইত্যাদি ইয়াহু গুগলে যদি এগুলি পারেন তাহলে এখানেও পারবেন কারন মোটামুটি সব এক। যেমন “roundcube”।

আমাদের কাছ থেকে হোস্টিং নিতে চাইলে যোগাযোগ করতে পারেন:

Panthapath Tech Office:
195 Green Road, Kalabagan, Dhaka-1205, Bangladesh
Email: [email protected]
https://dianahost.com

business mail bangladesh
#webmail #cpanel #roundcube #webhosting #domainregistration
#dianahost #innovadeus

Leave a Reply